৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:২০ আপডেট: : ২০ নভেম্বর ২০২৫, ১৮:২৪

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ২০২৫ সালের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজির তারকা আশরাফ হাকিমি। এর মাধ্যমে ৫২ বছরের ইতিহাসে প্রথম কোন ডিফেন্ডার হিসেবে আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার জয় করলেন মরোক্কান এই খেলোয়াড়। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন মিশরীয় মোহাম্মদ সালাহ ও নাইজেরিয়ান ভিক্টর ওশিমেনকে।

মরোক্কান রাইট-ব্যাক হাকিমি পিএসজির হয়ে এ বছর বেশ কয়েকটি শিরোপা জয় করেছে। যার মধ্যে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সাথে আরো রয়েছে লিগ ওয়ান, কোপা ডি ফ্রান্স ও উয়েফা সুপার কাপের শিরোপা।

১৯৯৮ সালে মিডফিল্ডার মুস্তফা হাজ্জির পর প্রথম মরোক্কান হিসেবে এই পুরস্কার জয় করলেন হাকিমি।

১৯৭৩ সালে সর্বশেষ ডিফেন্ডার হিসেবে জেইরের সেন্টার-ব্যাক বুয়ানগা শিমের আফ্রিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

পুরস্কার হাতে নিয়ে ২৭ বছর বয়সী হাকিমি পরিবার, সতীর্থ ও কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। একইসাথে তিনি এই পুরস্কার আফ্রিকা জুড়ে উচ্চাকাঙ্খী পুরুষ ও নারীদের প্রতি উৎস্বর্গ করেছেন। যারা ফুটবলার হবার স্বপ্ন দেখে তাদের জন্য হাকিমির এই ট্রফি আশা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এসময় হাকিমি বলেন, ‘আজ এখানে থাকতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। মর্যাদাকর এই ট্রফি জিততে পেরে আমি দারুন গর্বিত। এই ট্রফি শুধুমাত্র আমার জন্য নয়, এটা আফ্রিকার ঐসকল শক্তিশালী পুরুষ ও নারীদের জন্য যারা ফুটবলার হবার স্বপ্ন দেখে।’

শুধুমাত্র হাকিমি নন, এবার আফ্রিকার সেরাদের তালিকায় আরো বেশ কয়েকজন মরোক্কান জায়গা করে নিয়েছেন। সৌদি পেশাদার লিগ আল-হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনো সেরা গোলরক্ষক ও সৌদি আরবের লিগে নারীদের একই ক্লাবে খেলা গিজলেন শেবাক বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জয় করেছেন। নারী আফ্রিকান নেশন্স কাপে গিজলেন সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এই দুজনই মরোক্কান।

এছাড়া বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ওয়াটফোর্ডেে ২০ বছর বয়সী মরোক্কান খেলোয়াড় ওথমানে মাম্মা। একইসাথে এই ক্যাটাগরীতে সেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন আরেক মরোক্কান দোহা এল মাদানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কোরআন বিতরণ 
ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় : টুকু
ঢাবিতে বিশ্ব দর্শন দিবস উদযাপন
মামুন হত্যা : ২ শ্যুটারসহ ৪ জন কারাগারে
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চট্টগ্রামে দুই মিষ্টির দোকানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে গত এক সপ্তাহে আটক ৩৮ জন
তারেক রহমানের জন্মদিনে টাঙ্গাইলে কম্বল বিতরণ
কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিশ্বকাপ আয়োজন নিয়ে বাংলাদেশের প্রশংসায় একেএফ সেক্রেটারী জেনারেল
ভুল তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ চায় বাংলাদেশ
১০