নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:০৭

নারায়ণগঞ্জ, ৩১ জুলাই ২০২৫ (বাসস): জেলার সিদ্ধিরগঞ্জে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিজমিজি এলাকায় সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন সিরাজুল ইসলাম। শুক্কুর ও তার ভাই পাপ্পু সিরাজুল ইসলামের কাছে একাধিকবার চাঁদা দাবি করেন। 

২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুলের কাছে চাঁদা দাবি করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান আসামিরা। 

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিরাজুল ইসলাম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০