নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:০৭

নারায়ণগঞ্জ, ৩১ জুলাই ২০২৫ (বাসস): জেলার সিদ্ধিরগঞ্জে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিজমিজি এলাকায় সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন সিরাজুল ইসলাম। শুক্কুর ও তার ভাই পাপ্পু সিরাজুল ইসলামের কাছে একাধিকবার চাঁদা দাবি করেন। 

২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুলের কাছে চাঁদা দাবি করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান আসামিরা। 

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিরাজুল ইসলাম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০