নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:০৭

নারায়ণগঞ্জ, ৩১ জুলাই ২০২৫ (বাসস): জেলার সিদ্ধিরগঞ্জে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিজমিজি এলাকায় সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন সিরাজুল ইসলাম। শুক্কুর ও তার ভাই পাপ্পু সিরাজুল ইসলামের কাছে একাধিকবার চাঁদা দাবি করেন। 

২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুলের কাছে চাঁদা দাবি করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান আসামিরা। 

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিরাজুল ইসলাম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশের মিশনে দক্ষিণ আফ্রিকা
১০