অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ২৭৮ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ২৯৩ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। 

পরবর্তীতে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করে।

প্রতিবেদনে আরো বলা হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেইসে ২৭৮ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ২৯৩ টাকা টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে ২৭১ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ৭৮ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এর মাধ্যমে ৬ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ২১৫ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

লিগ্যাল এইড এর মাধ্যমে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে (লিগ্যাল এইড) সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জন। 

দেশের ৬৪টি জেলা লিগ্যাল  এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) এই আইনি সেবা প্রদান করা হয়েছে। 

উপকারভোগীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৫২৯ জন, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে  ১০ লাখ ১২ হাজার ৭৭৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৪৪৮ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) ১ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন রয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী হত্যাচেষ্টা: সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুকিম রিমান্ডে
অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র: সাবেক সচিব শফিকুল ইসলাম কারাগারে
ট্রাম্পের কালো তালিকা ‘প্রত্যাখ্যান’ চীনের
নেপালে চলমান বিক্ষোভের মুখে ১১৪ জন যাত্রীসহ ঢাকায় ফেরত এলো বিমান 
সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জাকসু নির্বাচন: অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত
কুয়াকাটায় ধরা পড়ল গিনি অ্যাঞ্জেলফিশ
ডাকসু ও হল সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন
গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা: বাইরে না যাওয়ার নির্দেশ
১০