শেয়ারবাজার কারসাজি মামলা : সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ নভেম্বর

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩
সাকিব আল হাসান। ফাইল ছবি

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ২৬ নভেম্বর ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত সংস্থা (দুদক) প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

এর আগে, ১৭ জুন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও একাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক একটিভ ট্রেডিং, জুয়া, ও স্পেকুলেশন-এর মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বৃদ্ধি করে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান।

এই পদ্ধতিতে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়, যা আইনে ‘অপরাধলব্ধ অর্থ’ হিসেবে সংজ্ঞায়িত। এর মধ্যে আবুল খায়ের (হিরু) তার স্ত্রী কাজি সাদিয়া হাসানের সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপন করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এছাড়া, তার নামে পরিচালিত ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মামলার অভিযোগ থেকে আরো জানা যায়, মামলায় অভিযুক্ত মো. আবুল খায়ের (হিরু) কর্তৃক শেয়ার বাজারে কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. এবং সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে ক্রিকেটার সাকিব আল হাসান মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে : শফিকুল আলম
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০
শেখ হাসিনা বাংলাদেশি জাতীয়তাবাদ মুছতে পারেননি : রিজভী
ডাকসুর কোষাধ্যক্ষ হলেন ঢাবির ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান
দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা, সর্তক থাকার আহ্বান
সকল ধর্মের মর্মবাণী মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম : নৌ পরিবহন উপদেষ্টা
আফগানিস্তান দল থেকে বাদ ফারুকি-নাইব-জানাত
মহানবী (সা.) মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক : ধর্ম উপদেষ্টা 
দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গোৎসব শুরু
১০