জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২২:৪৬
ছবি : বাসস

সাভার, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচন অবৈধ অর্থের প্রভাব রোধ, সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতসহ পাঁচ দফা ভিত্তিতে আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।

আজ শনিবার সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাণিজ্য রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, জনকল্যাণমুখী কার্যক্রম ও রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে তা জাতির সামনে তুলে ধরা হবে।

এডভোকেট মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আসাদুজ্জামান জীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জামায়াত মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্ল্যা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০