জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২২:৪৬
ছবি : বাসস

সাভার, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচন অবৈধ অর্থের প্রভাব রোধ, সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতসহ পাঁচ দফা ভিত্তিতে আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।

আজ শনিবার সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাণিজ্য রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, জনকল্যাণমুখী কার্যক্রম ও রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে তা জাতির সামনে তুলে ধরা হবে।

এডভোকেট মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আসাদুজ্জামান জীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জামায়াত মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্ল্যা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
কেনিয়ার ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ 
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১০