জনকল্যাণে কাজ করলে সরকার পাশে থাকে: ফারুক-ই-আজম

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:৩১
খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভায় উপদেষ্টা ফারুক ই আজম কথা বলেন। ছবি : পিআইডি

খুলনা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জনকল্যাণে যারা কাজ করেন, সরকার সবসময় তাদের পাশে থাকে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এ কথা বলেছেন।

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ‘এই দেশ সবার। আপনাদের হাতে দায়িত্ব ও ক্ষমতা রয়েছে জনগণের সেবা করার। সেই ক্ষমতা জনস্বার্থে ব্যবহার করুন, সরকার আপনাদের পাশে থাকবে।’

তিনি আরো বলেন, আমরা দেশকে আরো সক্ষম ও দুর্যোগ সহনশীল করে তুলতে পারি। ২০২৪ সালের গণঅভ্যুত্থাণ আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, কিন্তু সঠিক পরিকল্পনা ও নীতিমালার মাধ্যমে আমরা এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারি। আমরা সেটিকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করছি।

সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। স্বাগত বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফিন।

খুলনা বিভাগের ১০টি জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভাগীয় পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০