শিরোনাম
কুমিল্লা, ৬ আগস্ট, ২০২৩ (বাসস) : কর্মসংস্থান ও জনশক্তি মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসীদের ১১১ জন সন্তানকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লাখ ৯৩ হাজার টাকার চেক বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কাবিরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সালমা ফেরদৌস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।