সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হবে : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২৩:১৬
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো: জার্নি টুওয়ার্ড সিমলেস ট্রেড’ অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: বাসস

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হবে।

তিনি বলেন, অনেকেই পরিবেশগত ছাড়পত্রকে কেবল আনুষ্ঠানিকতা মনে করেন। তবে এখন থেকে এটি শুধুমাত্র সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে দেওয়া হবে।

আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ): জার্নি টুওয়ার্ড সিমলেস ট্রেড’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তরের সব সেবা ডিজিটালাইজড এবং অনলাইনভিত্তিক করা হবে কথা উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে অধিদপ্তরের সমন্বয় বাড়ানো হবে।

পরিবেশ উপদেষ্টা বাণিজ্য সহজীকরণ প্রক্রিয়ায় পরিবেশগত মানসমূহ সংযুক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে আমদানি-রপ্তানির মাধ্যমে সংবেদনশীল বাস্তুতন্ত্রে প্রভাব প্রতিরোধে বিএসডব্লিউ-তে শক্তিশালী নজরদারি ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
ডিআর কঙ্গো ও এম২৩ চুক্তি : শান্তির দিকে এক ভঙ্গুর পদক্ষেপ
সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার গঠনে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট কাউন্সিল ঘোষণা করেছে আরএসএফ
কেন্দ্রীয় কমিটি ছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কমিটি স্থগিত
শান্তি আলোচনার জন্য মালয়েশিয়ায় বৈঠক করবেন থাই ও কাম্বোডিয়ান নেতারা: ব্যাংকক
গাজার ‘মানবিক বিরতি’কে অনাহারক্লিষ্টদের সহায়তায় ব্যবহার করবে জাতিসংঘ
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
১০