নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২০:২২

নওগাঁ, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : জেলা মান্দা উপজেলায় আজ ফকির্নি নদীর পানিতে ডুবে সিদ্দিকুর রহমান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ রোববার বিকেল ৫টার দিকে মান্দা উপজেলার চকশৈল্যা বাজার সংলগ্ন এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সিদ্দিকুর রহমান জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে কিশোর সিদ্দিকুর রহমান চকশৈল্যা বাজার এলাকার ব্রিজের ওপর ঘোরাঘুরির একপর্যায়ে হঠাৎ করে ফকিনি নদীতে লাফ দেয় এবং পরে পানিতে তলিয়ে যায়। সিদ্দিকুর রহমান মানসিক ভারসাম্যহীন ছিল এবং সাঁতার জানত না। ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে কিশোর সিদ্দিকুর রহমানের মরদেহ উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের ইনচার্জ মতিউর রহমান। 

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান জানান, কিশোর সিদ্দিকুর রহমানের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ
আদালত থেকে পলাতক জিসান হত্যা মামলার আসামি ফের কারাগারে
বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত, দশমীতে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাশে
১০