চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:২২
যুবলীগ নেতা শাকিলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার চন্দনাইশ থেকে গ্রেফতার করা হয়। পরে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে।

এ সময় অন্যরা পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক ১
ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান
পাহাড়ে শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাশেদ খান
বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
১০