চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:২২
যুবলীগ নেতা শাকিলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার চন্দনাইশ থেকে গ্রেফতার করা হয়। পরে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে।

এ সময় অন্যরা পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু
চাহিদা মেটাতে এলএনজি ক্রয় করবে সরকার
শাস্তির কবলে দক্ষিণ আফ্রিকা
পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ইসরাইল সীমান্তে হিজবুল্লাহকে নিরস্ত্র করবে লেবানন: লেবাননের পররাষ্ট্র মন্ত্রী
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৮৭ জন হাসপাতালে ভর্তি 
আইএমও নির্বাচনে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সমর্থন চান নৌ-পরিবহন উপদেষ্টা
খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০