চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:২২
যুবলীগ নেতা শাকিলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার চন্দনাইশ থেকে গ্রেফতার করা হয়। পরে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে।

এ সময় অন্যরা পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
ভোলায় উপকূলের নদনদী উত্তাল, ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ  
পাওয়ার হিটিং ক্লাসে উডের ‘প্রো-ভেলোসিটি ব্যাট’
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
১০