বাসস
  ৩১ আগস্ট ২০২৩, ১৮:৫৪

বাংলাদেশকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে বর্তমান সরকার কাজ করছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট, ৩১ আগস্ট, ২০২৩ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকায় ‘নলেজ পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।  
মন্ত্রী আরও বলেন, স্মার্ট দেশ গড়ার জন্য দরকার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। প্রথম কাজ হচ্ছে স্মার্ট সিটিজেন তৈরি করা। সে লক্ষ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ফিউচার স্মার্ট সিটিজেন হিসেবে তৈরি করতে সারাদেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের অভ্যন্তরে ‘নলেজ পার্ক’ প্রতিষ্ঠার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 
মন্ত্রী বলেন, নতুন করে দেশের প্রাইমারি স্কুল পর্যায়ে ৫ হাজার এবং স্কুল, কলেজ ও মাদ্রাসায় আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করা হবে। ইতিমধ্যে স্কুল পর্যায়ে ৩০০ ‘স্কুল অব ফিউচার’ স্থাপন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে আরো ১ হাজার স্কুল অব ফিউচার বা স্মার্ট স্কুল স্থাপন করা হবে। সেখানে শিক্ষার্থীরা রোবটিক্স, ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল কনটেন্ট তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেয়ার জন্য নিজেদের তৈরি করতে পারবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে তিনি জনগণের প্রতি আহবান জানান।
তথ্য ও প্রযুক্তি বিভাগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি  ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এম জাফর উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তফা কামাল,  সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্যেট শেখ রাসেল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল, ১২টি জেলা পর্যায়ে  আইটি/হাই -টেক পার্ক স্থাপন  প্রকল্প পরিচালক এ,কে,এ,এম ফজলুল হক প্রমুখ। 
প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি বলেন,  ২ দশমিক ৮৫ একর জায়গায় পার্কটির নির্মাণ ব্যয় হবে প্রায় ১৭৫ কোটি টাকা। পার্কটিতে প্রতি বছর ৩ হাজার তরুণ- তরুণী সরাসরি প্রশিক্ষণের সুযোগ পাবে। পার্কটিতে ১ হাজার তরুণ- তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেখানে একটি সিনেপ্লেক্স ও একটি ডরমিটরি নির্মাণ করা হবে। এর ফলে শিক্ষার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে স্টার্টআপ বিজনেস শুরু করার পাশাপাশি সুস্থ ও সুষ্ঠু বিনোদনের সুযোগ সৃষ্টি হবে।