বাসস
  ০২ অক্টোবর ২০২৩, ২১:২১

গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে : মতবিনিময় সভায় বক্তারা

ঢাকা, ২ অক্টোবর, ২০২৩ (বাসস) : গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দেশের গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও শ্রম আইনে অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করতে পারে। 
সোমবার রাজধানীর মিরপুরস্থ ইউসেপ, বাংলাদেশ-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
গৃহকর্মীদের জীবন-দক্ষতা ও কারিগরী-দক্ষতা বৃদ্ধিতে পরিচালিত ‘সুনীতি’ প্রকল্পের আওতায় ‘সময় এখন, গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির, শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তভূক্তির’ প্রতিপাদ্য করে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও ইউসেপ যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। 
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ প্রোগ্রাম এন্ড ইনোভেশনস পরিচালক  মো. আব্দুল মান্নান ও কানাডার অক্সফামের মিল অফিসার রীচা শর্মা। গণমাধ্যম নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় করেন সাংবাদিক শাহনাজ মুন্নী, রাজীব নূর, ফারজানা রুপা, রাজীব নূর, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা মাহফুজা জেসমিন, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, রেডিও স্বাধীনের হেড অব প্রোগ্রামের শাকিল আহমেদ, সাংবাদিক রহমান মুস্তাফিজ ও মোহাম্মদপুরের গৃহকর্মী মাহফুজা আক্তার। মতবিনিময় সভার উদ্দেশ্য উপস্থাপন করেন ডিএসকে যুগ্ম পরিচালক-প্রকল্প ফজিলা খানম। 
প্রকল্প এলাকায় পরিচালিত সমীক্ষার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসকের এডভোকেসি অফিসার রাজশ্রী গায়েন। তিনি বলেন, ২০২২ সাল পর্যন্ত করা সমীক্ষায় দেখা যায় অধিকাংশ গৃহশ্রমিক অশিক্ষিত। তারা মোট ১৬ হাজার গৃহকর্মী নিয়ে কাজ করেন। এরমধ্যে ১৪ হাজার গৃহকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  
গণমাধ্যম কর্মীরা বলেন, দেশে প্রায় ২০ লাখ গৃহকর্মী রয়েছে। তাদের জন্য প্রণীত গৃহকর্মী নীতিমালাকে শ্রম আইনের আওতায় আনার জন্য রাজনৈতিক ও সামাজিক সংলাপ জরুরী।