সিরাজগঞ্জে তিন’শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৩ আপডেট: : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭
সিরাজগঞ্জ তিন’শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জ ও তাড়াশে প্রায় তিন’শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় বাহারি ও স্বাদের দইয়ের পসরা সাজিয়ে বসেন দই বিক্রেতারা।

প্রতি বছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিশাল এই দইমেলা।

আজ রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ মুজিব সড়ক ও তাড়াশ বাজারে বিক্রি হয় এসব দই। মেলায় ক্ষীরসা দই, শাহী দই, টক দই, শ্রীপুরী দইসহ বাহারি নাম ও স্বাদের দই কিনতে ভিড় করেন ক্রেতারা। ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মেলা ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে প্রত্যাশা দই প্রেমীদের।

প্রতি বছর শীত মৌসুমের মাঘ মাসে সরস্বতী পূজার দিন শ্রী পঞ্চমী তিথিতে দইমেলা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে বসে দইয়ের মেলা।

জেলার তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম এই দই মেলার প্রচলন করেছিলেন। জমিদার রাজা রায় বাহাদুর নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন বলে জনশ্রুতি আছে। তিনি জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন। আর সে থেকেই জমিদার বাড়ির সম্মুখে রশিক রায় মন্দিরের মাঠে স্বরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দই মেলার প্রচলন শুরু হয়।

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু বলেন, প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে প্রায় তিন’শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা। শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে এ দই মেলা বসে থাকে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০