টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২২:০০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ম্যাচটি ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিনামূল্যে সিরিজের প্রথম টেস্ট দেখার সুযোগ করে দিচ্ছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক রাহাত শামস। তিনি জানান, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য ফ্রি করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, এ জন্য প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২ এবং গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে।

তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার ও বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

এদিকে, সাধারণ দর্শকদের জন্যও বিসিবি ঘোষণা করেছে সাশ্রয়ী মূল্যের টিকিট। টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে গত ৬ নভেম্বর সিলেট পৌঁছায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড দলের ক্রিকেটাররা। ৮ নভেম্বর থেকে শুরু হয় অনুশীলন এবং গতকাল ৯ নভেম্বর সিলেটের সুরমাপাড়ে দেড় শতাধিক বছরের ঐতিহাসিক কিনব্রিজের সামনে টেস্টের ট্রফি উন্মোচন করা হয়।

ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে। গতবারের চেয়ে এই চক্রে বেশি ম্যাচ জিততে চাই। সাদা পোশাকে আমরা খুব কম খেলি। তাই আমার চাওয়া প্রতিটা ম্যাচ আলাদাভাবে চিন্তা করে খেলা।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায়ের শুরুটা ভালোভাবে করতে চান শান্ত। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে সমীহ করছে বাংলাদেশ।

অধিনায়ক শান্ত বলেন, ‘দল হিসেবে আয়ারল্যান্ড বেশ ভালো। তাদের সাথে নিয়মিত খেলা হয় না। আমাদের জন্য কাজটা কঠিন। আমরা তাদের সমীহ করছি।’

সিলেটের উইকেট বরাবরই ‘স্পোর্টিং’ হয়। এবারও তেমনটাই প্রত্যাশা শান্তর। তিনি বলেন, ‘উইকেট স্পোর্টিং হবে আশা করি। ব্যাটারদের কাছ থেকে বড় রান আশা করি।’

১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও টেস্ট খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ঐ ম্যাচের একাদশে থাকলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। শান্ত বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। আমি ব্যক্তিগতভাবে এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, সবাই মিলে একসাথে উপভোগ করতে চাই। বিশেষ করে শততম ম্যাচটি যদি মুশফিক সুস্থভাবে খেলতে পারেন, তাহলে টেস্টের পাঁচ দিন আমরা সবাই মিলে উপভোগ করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
১০