দীর্ঘ ছয় বছর পর নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৯:৫৫
ছবি : বাসস

নওগাঁ, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : “গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নওগাঁয় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট-২০২৫।

এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় নওগাঁ টেনিস ক্লাব। এরপর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাবের সুনাম অক্ষুন্ন রয়েছে। নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌছে দিতে এবং নতুন টেনিস খেলোয়াড় তৈরিতে এই টেনিস ক্লাব কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এমন টুর্ণামেন্টের আয়োজন করা।

ইতোমধ্যে টুর্ণামেন্টের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষে একটি নতুন কোর্ট নির্মাণ করাসহ মোট তিনটি কোর্টকে সংষ্কার করা এবং পুরো মাঠকে সজ্জিত করার কাজও শেষের দিকে রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

আগামী বুধবার বিকেল ৪টায় নওগাঁ টেনিস ক্লাব মাঠে এই টুর্ণামেন্ট শুরু হবে। টুর্ণামেন্টে ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করবে। টেনিস ক্লাবে প্রবেশের জন্য কোন টিকেটের ব্যবস্থা রাখা হয়নি।

আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিন। এসময় আরো বক্তব্য রাখেন নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন, টেনিস ক্লাবের সহ-সভাপতি কাজী মো: ইদ্রিস, কিবরিয়া আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান, সাবেক সহ-সভাপতি প্রফেসর মো: শরিফুল ইসলাম খাঁন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
১০