
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের তৃতীয় রাউন্ডে জয়ের জন্য রাজশাহী বিভাগকে ২৪৬ রানের টার্গেট দিয়েছে বরিশাল বিভাগ। জবাবে দিন শেষে বিনা উইকেটে ৫ রান করেছে রাজশাহী। ১০ উইকেট হাতে নিয়ে আরও ২৪১ রান করতে হবে রাজশাহীকে।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ইনিংসে বরিশালের ২১২ রানের জবাবে ২৩৫ রান করে রাজশাহী। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ২২ রান করেছিল বরিশাল। এতে ৯ উইকেট হাতে নিয়ে ১ রানে পিছিয়ে ছিল বরিশাল।
তৃতীয় দিন ব্যাটার ফজলে মাহমুদের হাফ-সেঞ্চুরিতে ২৬৮ রান তুলে গুটিয়ে যায় বরিশাল। ৬টি বাউন্ডারিতে ১৩৬ বলে ৬৯ রান করেন ফজলে।
দলীয় ১১০ রানে ফজলে ফেরার পর ছোট-ছোট ইনিংসে বরিশালের রানের চাকা সচল রাখেন তিন মিডল অর্ডার ব্যাটার। মইন খান ৪০, তাসামুল হক ৩৯ ও শামসুর রহমান ৩২ রান করেন।
৫৭ রানে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সফল বোলার ছিলেন আলি মোহাম্মদ।
২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ৫ রান করেছে রাজশাহী। ৫ রানে অপরাজিত আছেন মিজানুর। রানের খাতা খুলেননি আরেক ওপেনার ও অধিনায়ক সাব্বির হোসেন।