
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মধ্যে এআই প্রযুক্তির ব্যবহারসহ যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এমওইউতে বিএমইউর পক্ষে স্বাক্ষর করেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।
বিএমইউর ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা সেবা, গবেষণা ও শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, উন্নত প্রযুক্তির এই যুগে চিকিৎসা বিজ্ঞানসহ সামগ্রিক স্বাস্থ্যখাতকেও সেভাবেই এগিয়ে নিতে হবে। সেই লক্ষ্য পূরণে প্রয়োজন দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করা। আজকের এই সমঝোতা স্মারক সেরকমই একটি উদ্যোগের বাস্তব প্রতিফলন। যার মূল লক্ষ্য রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি উন্নত গবেষণা ও গুণগত শিক্ষা কার্যক্রমকেও এগিয়ে নেওয়া।
অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, বিশ্বে চিকিৎসা বিজ্ঞান অভাবনীয়ভাবে এগিয়ে গেছে। বিএমইউ এবং এনএসইউর মধ্যে এই সমঝোতা স্মারক নিখুঁতভাবে রোগ নির্ণয়সহ সর্বাধুনিক চিকিৎসাসেবা প্রদান ও যৌথ গবেষণায় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিএমইউর ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরী, ডিন ডা. সাখাওয়াত হোসেন, নিউরোসার্জন ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।