যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২০:৪৭
সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই এখন নির্বাচন পেছানোর নানা পাঁয়তারা করছেন।

তিনি বলেন, ‘গণভোট, সনদ বা পিআর— এসব আমরা যেমন বুঝি না, জনগণও বোঝে না। জনগণ শুধু বোঝে নির্বাচন। এই নির্বাচনই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গত ১৬ বছর ধরে এ দেশে কোনো প্রকৃত নির্বাচন হয়নি, জনগণের ভোটে নির্বাচিত কোনো সংসদও হয়নি। এই নির্বাচনের মাধ্যমেই দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।’

আজ সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, রুহিয়াবাসী সব সময়ই ধানের শীষের পাশে থেকেছে। বিএনপি সরকার গঠন করতে পারলে রুহিয়াসহ ঠাকুরগাঁও অঞ্চলের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। 

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিএনপি সরকার গঠন করলে রুহিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় উন্নীত করা হবে।’

নিজ জীবনের সম্ভাব্য শেষ নির্বাচন উল্লেখ করে রুহিয়াবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ দেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’

বিএনপি মহাসচিব আরো বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’ নামে অবহেলিত ও পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের জন্য ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে। এই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় পর্যন্ত রাস্তাঘাটসহ জরুরি উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি সরকার গঠন করলে এই উন্নয়ন আরো সম্প্রসারিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০