রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২১:০৫
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি। ছবি: বাসস

ঢাকা (উত্তর), ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আজ সোমবার বিকেলে আব্দুল্লাহপুর সংলগ্ন পলওয়েল মার্কেটের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে জসীমউদ্দিন রোড প্রদক্ষিণ শেষে মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় সড়কজুড়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় পতাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

র‌্যালির প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্যে এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন, এই আসনে কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে এবং কাকে মূল্যায়ন করলে ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের প্রাপ্য সম্মান নিশ্চিত হবে।’

তিনি আরো বলেন, ‘গণভোটে বিএনপি’র আপত্তি নেই, তবে তা হতে হবে জাতীয় নির্বাচনের দিনেই। দেশের জনগণ এখন বিএনপি’র পক্ষে অবস্থান নিয়েছে; পরিবর্তনের স্রোত এবার কেউ রুখতে পারবে না।’

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য আব্দুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা আহ্বায়ক হাজি ফজলুল হক, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম, বিমানবন্দর থানার আহ্বায়ক মনির হোসেন, ভাটারা থানার আহ্বায়ক আব্দুল লতিফ, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জামির আহমেদ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস. এ. খোকন, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরখান থানার যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার, খিলক্ষেত থানার যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন, তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক আলমাস আলী, উত্তরখান থানার যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, দক্ষিণখান থানার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সবুজ, দক্ষিণখান থানার যুগ্ম আহ্বায়ক শাহ জালাল এবং বিমানবন্দর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. জালাল আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০