
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ডিবি রমনা বিভাগ দুইজন, মিরপুর বিভাগ চারজন, ডিবি সাইবার বিভাগ ১৩জন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ একজন, ডিবি উত্তরা বিভাগ একজন, ডিবি তেজগাঁও বিভাগ একজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।
এতে জানানো হয়, গ্রেফতারকৃতরা সম্প্রতি রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন (৬০), টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ (৪৭), ঢাকা মহানগর উত্তর ১৮ নম্বর ওয়ার্ড নদ্দা ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. খোকন মিয়া (৪৩), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি তানজিম ইব্রাহিম (২৬), আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাজ্জাতুল ইসলাম তুষার (৩৪), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান উজ্জ্বল (৫৪), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী মো. আব্দুস সোবহান (৫৩), ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক শাকিল আহমেদ জুয়েল ওরফে বাবু, ঢাকা মহানগর দক্ষিণ শান্তিনগর বাজার কমিটি যুবলীগের সাবেক সভাপতি মো. আদম আলী (৪২), ঢাকা মহানগর হকার্স লীগ নেতা মো. সারোয়ার হোসেন (৫৮), ঢাকা মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য আরিফ ইসলাম (১৯), ঢাকা মহানগর ভাটারা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রাজু আহমেদ রাজন (৩০), সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন (৫৪), শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেল (৪২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. বাদশা মিয়া (৫৭), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রুবেল শিকদার (৩২), ঢাকা মহানগর দক্ষিণ আট নম্বর ওয়ার্ড এক নম্বর ইউনিট গোপীবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ আল সাফায়ের (২৯), মতিঝিল থানা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মনির চৌধুরী (৫৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার চার নম্বর কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম (৬৬), বরগুনা জেলার তালতলী থানার পাঁচ নম্বর বড়বগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তানভীর সিকদার জয় (২৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নিজাম উদ্দিন (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ইসমাইল (২৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী শওকত (৪০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. রিফাত হোসেন (২৩), আওয়ামী লীগের সক্রিয় কর্মী রাকিব হোসেন সুমন (২৫), লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল কাদের জিলানী (১৯), ফেনী জেলার ফেনী সদর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার (১৯), ফেনী জেলার ফেনী সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুল ইসলাম (২০), লক্ষ্মীপুর জেলার কমলনগর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় কর্মী মারুফ হোসেন শান্ত (২৪), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রফিকুল ইসলাম (২৮), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন (২৫), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. পরান (২৩), কক্সবাজার জেলার রামু থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সরোয়ার কামাল (৩৩) ও তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম (৪২)।