নাইজেরিয়ায় জিহাদিদের সংঘর্ষে নিহত প্রায় ২০০ 

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২০:৩৭

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের চাদ হ্রদের এলাকায় বিবাদমান জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছে বলে গোয়েন্দা সূত্র, স্থানীয় মিলিশিয়া ও জিহাদি গোষ্ঠীর সদস্যদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে।

নাইজেরিয়ার কানো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

রোববার চাদ হ্রদের তীরবর্তী দোগন চিকু এলাকায় বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীর আদর্শগত মতভেদের জেরে শুরু হওয়া এই সংঘর্ষ মূলত এলাকার আধিপত্য নিয়ে।

নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তা করা এক মিলিশিয়া সদস্য স্থানীয় বাবাকুরা কোলা, তিনি এএফপিকে বলেন, ‘আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন বোকো হারাম যোদ্ধা এই যুদ্ধে নিহত হয়েছে।’

অন্যদিকে, সহিংসতা ছেড়ে দেয়া ও জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণে থাকা এক সাবেক বোকো হারাম সদস্য জানান, ‘এই সংঘর্ষে প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি যোদ্ধাও নিহত হয়েছে’ এবং তাদের বহু অস্ত্রও জব্দ করা হয়েছে। সাদিকু নামের ওই লোকটি আরো জানান- বোকো হারামের মাত্র চারজন এতে প্রাণ হারিয়েছে। তিনি বলেন, ‘দুই গোষ্ঠীর মধ্যে এটি সম্ভবত সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। সাদিকু বর্তমানে বসবাস করেন নাইজেরিয়ার জিহাদি সহিংসতার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে।

এক নাইজেরীয় গোয়েন্দা কর্মকর্তা জানান, তারা সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ধারণা করছেন, ‘এই সংঘর্ষে ১৫০ জনেরও বেশি নিহত হয়েছে।’

উল্লেখ্য, ২০১৬ সালে আদর্শগত বিভেদের কারণে আইএসডব্লিউএপি ও বোকো হারামের মধ্যে বিভাজন ঘটে। তারপর থেকেই তারা ওই অঞ্চলের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
১০