কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২১:১১
ছবি : বাসস

মো. মামুন ইসলাম

রংপুর, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে এক বর্ণিল উৎসবে। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে এবং ঐতিহ্যবাহী ভবনগুলো সাজানো হয়েছে নবরূপে। গৌরবময় যাত্রার ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী বর্ণিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসের সবুজে ঘেরা জি এল (গোপাল লাল) হোস্টেল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। 

কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক প্রধান অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

কারমাইকেল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন সরকার, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বোরহান উদ্দিন, কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক দিলীপ কুমার।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সংগঠনগুলো গান, নৃত্য, আবৃত্তি, বিতর্ক ও অভিনয়ের মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। এতে হাজারো সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা মুগ্ধ হন।

বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, কারমাইকেল কলেজ একটি ইতিহাস, যা ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণ এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও সংগ্রামের নানা প্রেক্ষাপটের সাক্ষী।

তিনি বলেন, কারমাইকেল কলেজের শতবর্ষের গৌরব ও অর্জন অবিস্মরণীয়। পুরো ক্যাম্পাস এখন তরুণ ও প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল (১১ নভেম্বর) এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারে কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার জমিদার ও শিক্ষানুরাগীদের দানকৃত ৯০০ একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১৯টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।  

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তৎকালীন রংপুর, দিনাজপুর অঞ্চল, জলপাইগুড়ি, আসাম ও অবিভক্ত ভারতের পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে গৌরবময় ইতিহাস বহন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০