কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওয়ারিসা ও ওমনিয়া শীর্ষে

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২০:২৮
ছবি : বাসস

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ৩ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে এবং বালিকা অনূর্ধ্ব-১৮ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা তিন খেলায় আড়াই পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

ওপেন অনূর্ধ্ব-১০ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ও ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে আজান মাহমুদ আড়াই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন বিভাগে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৩ খেলায় ২ পয়েন্ট ও তাশরিক সায়হান শান ১ পয়েন্ট পেয়েছেন। তিন খেলায় ওপেন অনূর্ধ্ব-১৪ বিভাগে মোঃ জায়ান খান ও বালিকা অনূর্ধ্ব-১২ বিভাগে সিদরাতুল মুনতাহানা ২ পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে জান্নাতুল প্রীতি ও ওপেন অনূর্ধ্ব-১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান দেড় পয়েন্ট করে পেয়েছেন। বালিকা অনূর্ধ্ব-৮ বিভাগে আলিনা হায়দার কোন পয়েন্ট পাননি।

দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা আজ অনুষ্টিত হয়। সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার সিঙ্গাপুরের লি ক্লোই লিং এনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা পাকিস্তানের খাদিজা আনুমকে ও জান্নাতুল প্রীতি কেনিয়ার মিলান সুতেরকে পরাজিত করেন।

রায়ান রশিদ মুগ্ধ মালয়েশিয়ার মুহঃ হাত্তা হাক্কির সাথে, আজান মাহমুদ ভারতের প্রানিত রাস্তোগিরের সাথে ও সাফায়েত কিবরিয়া আজান সিঙ্গাপুরের লিন ই ক্রিস্টোফারের সাথে ড্র করেন। ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মালয়েশিয়ার মাসরিন বিন এরায়ানের কাছে, তাশরিক সায়হান শান ভারতের গ্র্যান্ড মাস্টার দীপ সেনগুপ্তার কাছে, মোঃ জায়ান খান ভারতের ফিদে মাস্টার মোঃ রিয়ানের কাছে, সিদরাতুল মুনতাহানা অস্ট্রেলিয়ার ডানিয়েল সুরিয়ার কাছে ও আলিশা হায়দার সিঙ্গাপুরের হুয়াং এনিয়ার কাছে হেরে যান।

বিকেলে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ভারতের আন্তর্জাতিক মাস্টার শেখর চন্দ্র সাহুকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার দক্ষিণ আফ্রিকার কগওয়ালে ওবোতেগিলেকে, রায়ান রশিদ মুগ্ধ সিঙ্গাপুরের ইয়েপ জিং চেনকে, আজান মাহমুদ ভারতের তেজাস তিওয়ারিকে, জায়ান খান মালদ্বীপের মোহাম্মদ সাহিল সামিরকে ও সিদরাতুল মুনতাহানা নাফি দক্ষিণ আফ্রিকার তিমমেরাস ইসাবেলাকে পরাজিত করেন।

মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা শ্রীলংকার রামানায়েকে নিমিনদি লিনায়ের সাথে, জান্নাতুল প্রীতি মালয়েশিয়ার এলিস খিয়ং ই সুয়েনের সাথে ড্র করেন। তাশরিক সায়হান শান মালয়েশিয়ার কার্তিকেয়ান রাজেন্দ্রানের কাছে, সাফায়েত কিবরিয়া আজান এন সিঙ্গাপুরের ঝেং হে শারম্যানে কাছে ও আলিশা হায়দার মালদ্বীপের মানিকা নাওশিন আলির কাছে হেরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
১০