
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রথম ইনিংসে ময়মনসিংহ বিভাগের ৩৩৬ রানের জবাবে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের তৃতীয় রাউন্ডে লড়ছে ঢাকা বিভাগ। ওপেনার জয়রাজ শেখ ও মার্শাল আইয়ুবের হাফ-সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২২৫ রান করেছে ঢাকা। ৬ উইকেট হাতে নিয়ে ১১১ রানে পিছিয়ে ঢাকা।
কক্সবাজার একাডেমি মাঠে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭ রান করেছিল ঢাকা। ১০ উইকেট হাতে নিয়ে ৩১৯ রাানে পিছিয়ে ছিল তারা।
তৃতীয় দিন ৩৩ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। ১১ রানে আউট হন ওপেনার ও অধিনায়ক রনি তালুকদার। দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন জয়রাজ ও আশিকুর রহমান শিবলি।
শিবলি ৪৬ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন জয়রাজ। ৯টি চারে ৭৭ রান করে ফিরেন তিনি।
দলীয় ১৪৬ রানে জয়রাজ ফেরার পর ঢাকার হাল ধরেন মার্শাল আইয়ুব। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে দিন শেষ করেছেন তিনি। ৭ বাউন্ডারিতে অপরাজিত ৫৮ রান করেছেন মাশার্ল। তার সাথে ৪ রানে অপরাজিত আছেন তাইবুর রহমান।
ময়মনসিংহের শহিদুল ইসলাম ২ উইকেট নেন।