জয়রাজ-মার্শালের হাফ-সেঞ্চুরিতে লড়ছে ঢাকা

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৯:৪৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রথম ইনিংসে ময়মনসিংহ বিভাগের ৩৩৬ রানের জবাবে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের তৃতীয় রাউন্ডে লড়ছে ঢাকা বিভাগ। ওপেনার জয়রাজ শেখ ও মার্শাল আইয়ুবের হাফ-সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২২৫ রান করেছে ঢাকা। ৬ উইকেট হাতে নিয়ে ১১১ রানে পিছিয়ে ঢাকা।

কক্সবাজার একাডেমি মাঠে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭ রান করেছিল ঢাকা। ১০ উইকেট হাতে নিয়ে ৩১৯ রাানে পিছিয়ে ছিল তারা।

তৃতীয় দিন ৩৩ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। ১১ রানে আউট হন ওপেনার ও অধিনায়ক রনি তালুকদার। দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন জয়রাজ ও আশিকুর রহমান শিবলি।

শিবলি ৪৬ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন জয়রাজ। ৯টি চারে ৭৭ রান করে ফিরেন তিনি।

দলীয় ১৪৬ রানে জয়রাজ ফেরার পর ঢাকার হাল ধরেন মার্শাল আইয়ুব। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে দিন শেষ করেছেন তিনি। ৭ বাউন্ডারিতে অপরাজিত ৫৮ রান করেছেন মাশার্ল। তার সাথে ৪ রানে অপরাজিত আছেন তাইবুর রহমান।

ময়মনসিংহের শহিদুল ইসলাম ২ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
নাইজেরিয়ায় জিহাদিদের সংঘর্ষে নিহত প্রায় ২০০ 
বাংলা একাডেমিতে ‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক সেমিনার মঙ্গলবার
টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ
১০