ফেনীতে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মান বিষয়ক মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:০৮
ফেনীতে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে ফেনীতে ‘সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে আজ সোমবার দুপুরে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার। 

এতে প্রধান বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। 

কো-অর্ডিনেটর মেহেদী হাসানের সভাপতিত্বে ও আরিফ শুভ্রর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘ফ্যাসিস্ট সরকারকে মূলোৎপাটন করার জন্য আমাদের তরুণরা জীবন দিয়েছে। তারা আমাদের পথ দেখিয়েছে। তরুণ সমাজের মেধার বিকাশে যথাযথ মনযোগী হতে হবে। বিশেষ করে তরুণদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। এক্ষেত্রে ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের সম্প্রীতির রাজনীতি করতে হবে। 

তিনি আরো বলেন, ছাত্র সংগঠনগুলোকে বিশৃঙ্খলার রাজনীতি পরিহার করতে হবে। মনে রাখতে হবে আমাদের তরুণ সমাজ যদি দক্ষ না হয় তাহলে আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জে টিকে থাকা কঠিন হবে।’

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক, জেলা সভাপতি আবু হানিফ হেলাল, ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গণি রাসেল, ছাত্র অধিকার পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি গাজী ইউছুপ বাপ্পি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোবারক হোসেন জামশেদ, নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন, খেলাফত ছাত্র মজলিসের জেলা নেতা এছহাক ভূইয়া ও ছাত্রশক্তির জেলা সংগঠক সালমান হোসেন।

প্রধান বক্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের জন্য কি কি চ্যালেঞ্জ আছে তা আমাদের বাহির করা প্রয়োজন। এ দেশে সকল ধর্মের লোক আছে। এখানে একটা ঐতিহ্য আছে। এটা তরুণ প্রজন্মকে জানাতে। তরুণ প্রজন্মের মাঝে সম্প্রীতির বীজ বপন করে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে মতবিনিময় সভা
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২৫ মিলিয়ন ক্রোন সহায়তা দেবে ডেনমার্ক 
ফারইস্টের সাবেক পরিচালক খালেক ৩ দিনের রিমান্ডে
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ভূমি দখলের ভুয়া খবর শনাক্ত: বাংলাফ্যাক্ট
জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিনিময় চুক্তি
বিমসটেকের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার এডিবি’র
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ভিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
বাংলাদেশের গ্রুপে থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম
জানুয়ারির মধ্যে আবু সাঈদ হত্যার বিচার শেষের প্রত্যাশা প্রসিকিউশনের
১০