জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিনিময় চুক্তি

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:০৭
জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিনিময় চুক্তি। ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর লক্ষ্যে আজ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ)। এই উদ্যোগ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া, একাডেমিক সহযোগিতা এবং বৈশ্বিক সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে। 

আজ ঢাকায় প্রাপ্ত তথ্যে জানা গেছে, জাপানের ওকায়ামাতে অবস্থিত ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক আকিও ইজিরি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. আসিক মোসাদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ-জাপানের জনগণের মধ্যে সম্পর্ক ও শিক্ষাগত সহযোগিতা জোরদার করবে।

এই সমঝোতা স্বাক্ষর ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি চীনের ৬০টি এবং দক্ষিণ কোরিয়ার ৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিনিময় কর্মসূচি পরিচালনা করছে। এছাড়া ভিয়েতনাম ও থাইল্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন সহযোগিতার পরিকল্পনা রয়েছে।

এই চুক্তি অনুযায়ী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের স্নাতক পর্যায়ের তৃতীয় ও চতুর্থ বর্ষে ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

এই উদ্যোগ গবেষণার সুযোগ বৃদ্ধি এবং জাপানে বাংলাদেশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান সম্ভাবনা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

প্রথম ধাপের শিক্ষার্থী বিনিময়ের বাস্তবায়ন এবং সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই ঘোষণা করা হবে।

কর্মকর্তারা জানান, এই কর্মসূচি বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে উচ্চশিক্ষা জোরদার করার জন্য বাংলাদেশের জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত
বরিশালের লেগ স্পিনার রাবেয়ার স্বপ্ন দেশকে ভাল কিছু উপহার দেয়া
চট্টগ্রামে ব্যবসায়ী হাকিম হত্যা মামলায় গ্রেফতার ৬, বিপুল অস্ত্র উদ্ধার
নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন চট্টগ্রাম আদালত
মাছ-মুরগির খামার করে ভাগ্য বদল পটুয়াখালীর রাজিব কর্মকারের 
ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা
১০ উইকেট প্রয়োজন তাইজুলের
৭১ রান দূরে লিটন
সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবসে স্মরণসভা
শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
১০