
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়তে ১০ উইকেট প্রয়োজন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের।
আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। এই টেস্টেও আগে সর্বোচ্চ উইকেট শিকারের মাইলফলক অপেক্ষা করছে তাইজুলের সামনে।
৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান।
২০১৪ সালের সেপ্টেম্বরে কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তাইজুলের। এখন অবধি দেশের হয়ে ৫৫ ম্যাচে ২৩৭ উইকেট শিকার করেছেন তিনি।
ইনিংসে ১৭বার পাঁচ বা ততোধিক উইকেট এবং ম্যাচে দু’বার ১০ উইকেট শিকার করেছেন তাইজুল। তার বোলিং গড়- ৩১.৩২ এবং ইকোনমি- ৩.০৫।
২০১৪ সালের অক্টোবরে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাইজুল। ঐ টেস্ট ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ।