খুলনার দরকার ১৮৫ রান; চট্টগ্রামের ১০ উইকেট

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৯:১৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিততে চতুর্থ ও শেষ দিন খুলনা বিভাগকে করতে হবে আরও ১৮৫ রান এবং চট্টগ্রামের প্রয়োজন ১০ উইকেট।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে চট্টগ্রামের ৩৫১ রানের জবাবে ২৮১ রান করে খুলনা। ফলে প্রথম ইনিংস থেকে ৭০ রানের লিড পায় চট্টগ্রাম। প্রথম ইনিংসে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে খুলনার বোলারদের তোপে ১৬৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। এতে ম্যাচ জয়ের জন্য ২৩৭ রানের টার্গেট পায় খুলনা। রান তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৫২ রান করেছে খুলনা।

দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান করেছিল খুলনা। ২ উইকেট হাতে নিয়ে ১০২ রানে পিছিয়ে ছিল তারা। বাকী ২ উইকেটে ৩২ রান যোগ করে ২৮১ রানে গুটিয়ে যায় খুলনা।

আগের দিন ৫৫ রানে অপরাজিত থাকা জিয়াউর রহমান ৭৭ রানে থামেন। তার ১১৫ বলের ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা ছিল।

চট্টগ্রামের মেহেদি হাসান ৪টি ও আশরাফুল হাসান রোহান ৩টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে সাড়ে তিনশর বেশি রান করলেও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। ৬০ রানে ৬ উইকেট হারানোর পর আট নম্বরে নামা নাইম হাসানের হাফ-সেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৬ রান করে তারা। ৯২ বল খেলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করেন নাইম।

মেহেদি হাসান রানা ও মাহেদি হাসান ৩টি করে উইকেট নেন।

২৩৭ রানে লক্ষ্যে অমিত মজুমদারকে নিয়ে ভালভাবে দিন শেষ করেন সৌম্য। অমিত ১০ ও সৌম্য ৩৪ রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
নাইজেরিয়ায় জিহাদিদের সংঘর্ষে নিহত প্রায় ২০০ 
বাংলা একাডেমিতে ‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক সেমিনার মঙ্গলবার
টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওয়ারিসা ও ওমনিয়া শীর্ষে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৫
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মী গ্রেফতার
খাগড়াছড়িতে সাজেকগামী সড়ক প্রশস্ত করা হচ্ছে
১০