কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত 

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৯:৩৮

কুমিল্লা (দক্ষিণ), ১০ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আজ ট্রাক, সিএনজি-চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম- চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ি এলাকার ইউটার্নের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। নিহতরা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী সিএনজি- চালিত অটোরিকশা এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি- চালিত অটোরিকশাটি ট্রাকের নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারীসহ তিনজন মারা যান। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। নিহতরা সবাই সিএনজি- চালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়ব এবং আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
নাইজেরিয়ায় জিহাদিদের সংঘর্ষে নিহত প্রায় ২০০ 
বাংলা একাডেমিতে ‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক সেমিনার মঙ্গলবার
টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ
১০