দিশানের হাফ-সেঞ্চুরিতে লিড সিলেটের

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৯:১৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ওপেনার মুবিন আহমেদ দিশানের হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের তৃতীয় রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে এগিয়ে রয়েছে সিলেট বিভাগ।

প্রথম ইনিংসে সিলেটের ১৯৯ রানের জবাবে ২৪৫ রান করে রংপুর। ফলে প্রথম ইনিংস থেকে ৪৬ রানের লিড পায় রংপুর। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দিন শেষে ৫ উইকেটে ১৭৩ রান করেছে সিলেট। ৫ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে এগিয়ে সিলেট।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৮৭ রান করেছিল রংপুর। ২ উইকেট হাতে নিয়ে ১২ রানে পিছিয়ে ছিল সিলেট।

তৃতীয় দিন রবিউল হকের হাফ-সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড পায় রংপুর। ২৭ রান নিয়ে খেলতে নেমে ৫টি চার ও ৩টি ছক্কায় ১৭৩ বলে ৭০ রান করেন রবিউল।

শেষ ব্যাটার হিসেবে রবিউল আউট হলে সব উইকেট হারিয়ে ২৪৫ রানের সংগ্রহ পায় রংপুর।

সিলেটের আবু জায়েদ রাহি ৪টি ও নাবিল সামাদ ৩টি উইকেট নেন।

৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ওপেনার দিশানের হাফ-সেঞ্চুরিতে লিড পায় সিলেট। ৫টি চার ও ১টি ছক্কায় ১৪৫ বলে ৭৬ রানে অপরাজিত আছেন ১৯ বছর বয়সী দিশান। প্রথম শ্রেণির ক্রিকেট ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

দিশানের পর সিলেটের হয়ে সৈকত আলি ৩৩ ও আসাদুল্লাহ আল গালিব ২৩ রান করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
নাইজেরিয়ায় জিহাদিদের সংঘর্ষে নিহত প্রায় ২০০ 
বাংলা একাডেমিতে ‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক সেমিনার মঙ্গলবার
টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওয়ারিসা ও ওমনিয়া শীর্ষে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৫
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মী গ্রেফতার
খাগড়াছড়িতে সাজেকগামী সড়ক প্রশস্ত করা হচ্ছে
১০