ফারইস্টের সাবেক পরিচালক খালেক ৩ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:১২
ফাইল ছবি

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎ ‎‎‎ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় কোম্পানিটির সাবেক পরিচালক এম.এ খালেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মশিউর রহমান। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এম. এ খালেক ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর  প্রতিষ্ঠাতা পরিচারক হিসেবে থাকাকালে মামলার অন্যান্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের জমি কেনার ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেন। এর মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেন। 

এক্ষেত্রে ৪৫ কোটি  টাকার মধ্যে বিক্রেতাদের যোগসাজশে ১০ কোটি টাকা ওয়ান ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখায় প্রেরণপূর্বক গ্রহণ করে আত্মসাৎ করেন। অন্যদিকে ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা মো. আজহার খানের থেকে নিজ নামে ৫ কোটি টাকা ও তার স্ত্রী সাবিহা খালেকের নামে ২ কোটি ৬২ লাখ টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেদের নামে ৭ কোটি সাড়ে ৮৭ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে আত্মসাৎ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত
বরিশালের লেগ স্পিনার রাবেয়ার স্বপ্ন দেশকে ভাল কিছু উপহার দেয়া
চট্টগ্রামে ব্যবসায়ী হাকিম হত্যা মামলায় গ্রেফতার ৬, বিপুল অস্ত্র উদ্ধার
নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন চট্টগ্রাম আদালত
মাছ-মুরগির খামার করে ভাগ্য বদল পটুয়াখালীর রাজিব কর্মকারের 
ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা
১০ উইকেট প্রয়োজন তাইজুলের
৭১ রান দূরে লিটন
সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবসে স্মরণসভা
শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
১০