সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৮:০২

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে অভিযান চালিয়ে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে। 

আজ সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৮ নভেম্বর শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোটযোগে যাত্রা শুরু করে। এরপর বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছলে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে জানান। 

কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া হতে দুইটি উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোট যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। সেখানে ৩ দিন অনুসন্ধানের পর আজ ১০ নভেম্বর সোমবার সকাল ৭টায় কোস্ট গার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল
৭-৮ শতাংশ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়: ইসি সানাউল্লাহ
প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তারা রাজনীতিতে আসুন: নাহিদ ইসলাম
ঢাকা স্টেডিয়ামে তীর ধনুকে ছড়াল ‘ইরানি গোলাপের’ সুবাস
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত 
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মানসিকতার পরিবর্তন আনতে হবে : দুদক কমিশনার
জলবায়ু-উদ্বাস্তুদের জাতীয় সামাজিক সুরক্ষা কাঠামোয় অন্তর্ভুক্তির আহ্বান 
বাংলাদেশের সঙ্গে আইনসম্মত অভিবাসন ও সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি
১০