দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আসুন একসঙ্গে কাজ করি : মঈন খান

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৩২
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান । ফাইল ছবি

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে একসঙ্গে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টায় জনগণের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। সংস্কৃতি শিক্ষা এবং সমাজ ছাড়া একটি দেশের রাজনীতি টিকে থাকতে পারে না। আসুন- আমরা সবাই মিলে দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করার জন্য একসঙ্গে কাজ করি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও লাখ-লাখ দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। 

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। ৫ আগস্ট একদিনে ঘটেনি, বরং এটি দীর্ঘ সংগ্রামের ফলাফল। প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আসছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করার সময় আক্রমণ, ভুয়া মামলা ও নির্যাতন সহ্য করেছেন। 

মঈন খান বলেন,  প্রকৃতপক্ষে জুলাই আন্দোলনে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই নেতৃত্বের কারণেই আন্দোলন সফল হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিএনপি’র সব রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল।

ড. মঈন এ সময় জাতীয়তাবাদী আন্দোলনে জাসাসের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার দরকার ১৮৫ রান; চট্টগ্রামের ১০ উইকেট
দিশানের হাফ-সেঞ্চুরিতে লিড সিলেটের
ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে পারে বিবিসি
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনা কমিটির মেয়াদ আরো দুই মাস বাড়ল
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৮ প্রকল্প অনুমোদন
কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পিয়ন
জাতীয় নির্বাচনের ব্যালট ছাপাতে ৯১৪ মেট্রিক টন রঙিন কাগজ সরবরাহ করবে কেপিএম
খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা সভা
ব্রোঞ্জ হারানোর হতাশা বাংলাদেশের, প্রথম পদক উজবেকিস্তানের
১০