
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): ২০১৬ সালের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিকে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল (রোববার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে চলতি বছরের ১১ মার্চ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে এ কমিটি গঠন করে। কমিটিকে প্রথমে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এর মেয়াদ ইতোমধ্যে দু’বার বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর, ২০২৫-এ।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে— পূর্ববর্তী তদন্তের অগ্রগতি পর্যালোচনা, সরকারের গৃহীত পদক্ষেপ মূল্যায়ন, রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ, এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৭০ কোটি টাকা) চুরি হয়।