আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:১৩
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে আজ মতবিনিময় সভা। ছবি : বাসস

গোপালগঞ্জ, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভায় আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার বলেন, টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এ লক্ষ্যে প্রশাসন বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

অন্যদিকে, ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর তার বক্তব্যে অপরাধ দমনে সাইবার পেট্রোলিং ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক কৌশল প্রয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অপরাধীদের ডাটাবেজ হালনাগাদ ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করলে অপরাধ দমন আরও কার্যকর হবে।

সভায় বক্তারা আরও বলেন, কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেজ তৈরি, মাদকবিরোধী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং পুলিশ-জনগণ পার্টনারশীপ সভার মাধ্যমে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের ব্যালট ছাপাতে ৯১৪ মেট্রিক টন রঙিন কাগজ সরবরাহ করবে কেপিএম
খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা সভা
ব্রোঞ্জ হারানোর হতাশা বাংলাদেশের, প্রথম পদক উজবেকিস্তানের
রাঙ্গামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত
বরিশালের লেগ স্পিনার রাবেয়ার স্বপ্ন দেশকে ভাল কিছু উপহার দেয়া
চট্টগ্রামে ব্যবসায়ী হাকিম হত্যা মামলায় গ্রেফতার ৬, বিপুল অস্ত্র উদ্ধার
নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন চট্টগ্রাম আদালত
মাছ-মুরগির খামার করে ভাগ্য বদল পটুয়াখালীর রাজিব কর্মকারের 
ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা
১০ উইকেট প্রয়োজন তাইজুলের
১০