শিরোনাম
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস) : রাজধানী কাকরাইলের এস, এ পরিবহনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে সকাল ১০ টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না তা জানাতে পারেনি দমকল বাহিনী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১০ টা ১০ মিনিটে কাকরাইল এস, এ পরিবহনের ৪ তলা ভবনের নীচ তলায় আগুন লাগে। এরপর ১০ টা ১৫ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৮ টি, তেজগাঁও ৩টি ও ১ টি টহলগাড়ি ঘটনাস্থলে পৌছে সকাল ১০ টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষ বলা যাবে।