পুলিশের হাত থেকে আসামি ছিনতাই : ২১ জনের বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মো. নুরুজ্জামান বাবু। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের হাত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাবুকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

আজ রোববার পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মো. সুজায়েত হোসেন বাদী হয়ে থানায় মামলাটি করেন। এর আগে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে আসামি ছিনিয়ে নেয়ার এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরুজ্জামান বাবু উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান। তিনি উপজেলার কামারকোনা গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে।

গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় পাকুন্দিয়া থানায় করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু। একটি মামলার বাদী বিএনপি কর্মী মো. নজরুল ইসলাম। তিনি গত বছরের ৫ সেপ্টেম্বর ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০-৯০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় নুরুজ্জামান বাবু ১৭ নম্বর আসামি।

অপর মামলার বাদী উপজেলা তাঁতী দলের সভাপতি মো. মোস্তফা। তিনি গত বছরের ৬ সেপ্টেম্বর ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। ওই মামলায় নুরুজ্জামান বাবু ১০ নম্বর আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মো. সুজায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করতে উপজেলার বাহাদিয়া গ্রামে অভিযান চালায়। এ অভিযানে চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার চিৎকারে আওয়ামী লীগের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের হাত থেকে চেয়ারম্যানকে ছিনিয়ে নিয়ে যায়। 

এ ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. শাখাওয়াৎ হোসেনসহ একদল পুলিশ গিয়ে ছিনিয়ে নেয়া আসামি নুরুজ্জামান বাবুসহ জড়িতদের ধরতে অভিযান চালায়। তবে এ অভিযানে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন বলেন, এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে 
প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : শারমীন মুরশিদ
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
১০