শিরোনাম
সিলেট, ২ নভেম্বর, ২০২৩ (বাসস) : বিএনপি'র ডাকা টানা অবরোধ ও নৈরাজ্য কর্মসূচির বিপরীতে সিলেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর টুকেরবাজার তেমুখী পয়েন্টে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে। একইভাবে এরআগে গত দুদিন সিলেট নগরীর অন্যান্য স্থানে একইভাবে সমাবেশ করেছে সিলেটের স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত যেখানে অবরোধ হরতাল কর্মসূচী দিবে, সেখানেই আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী যেকোন কর্মসূচি প্রতিরোধ করবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।