সাবেক এমপি আব্দুস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:০৩ আপডেট: : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
সাবেক এমপি আব্দুস শহীদ। ছবি : ফেসবুক

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, আজ তার (আব্দুস শহীদ) বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, মো. আব্দুস শহীদ ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৫৩৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং নিজ ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৮টি হিসাবে ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৩৯৫ টাকা সন্দেহজনকভাবে লেনদেন করে ওই টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে মো. আব্দুস শহীদের স্ত্রী উম্মে কুলসুম ৩৯ লাখ ২২ হাজার ৭৮৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে এবং তার নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা
চুয়াডাঙ্গায় দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বিআইডব্লিউটিসি’র জলযান নির্মাণ কাজ পরিদর্শন
ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
চাঁদপুরে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন পুনর্ব্যক্ত করল ফ্রান্স
বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাহসিকতার প্রতি সম্মান জানালো ইইউ
রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ২
১০