বাসস
  ১৭ নভেম্বর ২০২৩, ২১:২৮
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২১:৫৮

বীরমুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

গাজীপুর, ১৭ নভেম্বর, ২০২৩ (বাসস): আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার বাদ মাগরিব শ্রীপুর পাইলট স্কুল মাঠে গার্ড অব অনার শেষে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বাদ জুম্মা মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকার তেজকুনিপাড়ায় অনুষ্ঠিত হয়। পরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের গিলার চালায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আজমত উল্লা খান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, জামিল হাসান দুর্জয়সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী শিরিন শহীদ ও সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হুসনা, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ (৭৪) আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।