সেনাবাহিনী প্রধানের সাথে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে বুধবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মামাদু জেফিরিন সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : আইএসপিআর

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার) : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মামাদু জেফিরিন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

আজ ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে এই সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনা প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে, সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং কক্সবাজার এরিয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে অগ্নি প্রতিরোধ ও উদ্ধার মহড়া
মশার বংশবৃদ্ধি রোধে শহর জুড়ে কেসিসির পরিচ্ছন্নতা অভিযান
মির্জাপুরে দানবীর রণদা প্রসাদের জন্মজয়ন্তী পালিত
পটুয়াখালীতে জিয়া পরিষদ নেতার উঠান বৈঠক
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
কুয়াকাটার বাজারে বিরল ‘কিং চাঁদা’ মাছ
মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি, আহত ১১ 
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
নেত্রকোণায় ভারতীয় কম্বলসহ পাচারকারী আটক  
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
১০