
রাজশাহী, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-২ সদর আসনে বিএনপি থেকে মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনু প্রচারণা শুরু করেছেন।
তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য।
মিজানুর রহমান মিনু আজ শুক্রবার বাদ জুম্মা শাহ মখদুম রুপোশ (রা.)-এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেছেন।
তিনি নেতাকর্মীদের নিয়ে দরগা জামে মসজিদে নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন। এর আগে বাদ জুম্মা অত্র মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর তিনি ৯নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা সম্মলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সিনিয়র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ।
এ সময় মিনু বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলে কোন ভেদাভেদ নাই। সবাই এক কাতারে রয়েছে। তিনি আরো বলেন, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক শুধু বিএনপির নয়। দেশের সব জনগণের। এজন্য কারো কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।