
পিরোজপুর, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ পিরোজপুর পৌর এলাকার সিআইপাড়া চাঁনমাড়ী খাল পরিষ্কার- পরিচ্ছন্ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পিরোজপুরের জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকা থেকে চাঁনমাড়ী খালের এ পরিষ্কার ও উচ্ছেদ অভিযান কর্মসূচির শুরু হয়।
এ সময় পিরোজপুরের পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরের পৌরসভার প্রশাসক ইসরাত জাহান জানান, আপাতত খালটি পরিষ্কার- পরিচ্ছন্ন করে এতে পানি প্রবাহ সচল এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজেট বরাদ্দ পেলে পরবর্তীতে খাল পুনঃখনন করা হবে।