ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৭:১২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুব শিগগির ‘স্থলপথে’ ভেনিজুয়েলার মাদক পাচার বন্ধের প্রচেষ্টা শুরু করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ছুটি উপলক্ষে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্পের এই সিদ্ধান্ত কারাকাসের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। ভেনিজুয়েলা দাবি করে যে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প যে সব মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, তাদের মধ্যে কয়েকটি বাহিনী সক্রিয়ভাবে তার মাদকবিরোধী অভিযান ‘সাউদার্ন স্পিয়ার’-এ অংশ নিচ্ছে। 

এই অভিযানের কারণে ক্যারিবিয়ান অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

টেক্সাসভিত্তিক একটি বিমান বাহিনীর বোমারু ইউনিটকে উদ্দেশ্য করে প্রস্তুতকৃত বক্তব্য থেকে পড়ে ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনিজুয়েলার মাদক পাচার প্রতিরোধে অনেক কাজ করে যাচ্ছেন।’

ট্রাম্প ঠিক কোন ধরণের পদক্ষেপের কথা উল্লেখ করেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট বোঝা যায়নি।

মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের অভিযোগে নৌকাগুলোর বিরুদ্ধে একাধিক বিমান হামলা চালিয়েছে। 

যদিও তারা নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

এএফপির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসব হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।

ভেনিজুয়েলার উপকূলের কাছে বি-৫২ ও বি-১বি বোমারু বিমান উড়েছে বলে ওয়াশিংটন সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে।

মাদক পাচার বন্ধে মার্কিন প্রচেষ্টার বিশদ বিবরণ দিয়ে ট্রাম্প বলেছেন, ‘সমুদ্রপথে প্রায় ৮৫ শতাংশ পাচার বন্ধ হয়ে গেছে।’

পাচারকারীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা সম্ভবত লক্ষ্য করেছেন যে মানুষ সমুদ্রপথে পণ্য সরবরাহ করতে চাচ্ছে না। আমরা স্থলপথে তাদের থামাতে শুরু করব।’

তিনি আরো বলেন, ‘স্থলপথেও তাদের থামানো সহজ এবং এটি খুব শিগগির শুরু হতে চলেছে।’

চাপ বাড়ানো

ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার ওপর ক্রমাগত চাপ বৃদ্ধি অব্যাহত রাখা অবস্থায় এ সব মন্তব্যগুলো এসেছে। 

যদিও সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে তিনি ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী ও বিপুল পরিমাণ অন্যান্য সম্পদ নিয়ে, ওয়াশিংটন সোমবার একটি কথিত ভেনিজুয়েলার মাদক কার্টেলকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। 

অন্যদিকে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তারাও এই সপ্তাহে অঞ্চলটিতে ভ্রমণ করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার স্ত্রী বৃহস্পতিবার বিমানবাহী রণতরীতে সৈন্যদের সঙ্গে থ্যাঙ্কসগিভিং ছুটি কাটিয়েছেন।

পেন্টাগন প্রকাশিত এক ভিডিও চিত্রে তাকে মেসে ‘তুর্কি ডিনার’ পরিবেশন করতে এবং ‘কার্টেলগুলো বাধা দেওয়ার’ ও ‘মার্কিন জনগণকে রক্ষা করার’ জন্য সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।

একদিন আগে, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন মিত্র ডোমিনিকান রিপাবলিক হেগসেথকে বলেছিল যে ওয়াশিংটন তার মাদকবিরোধী অভিযানের জন্য তাদের একটি বিমান ঘাঁটি ও একটি বিমানবন্দর ব্যবহার করতে পারে।

আকাশপথে অস্থিরতা

গত বছর ভেনিজুয়েলায় যে পুনর্নির্বাচনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশই জালিয়াতিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছিল, সেই বাম ঘেঁষা নেতা মাদুরো বিশ্বাস করেন যে এই অভিযান গোপনে তাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তিনি কঠোর অবস্থান নিয়েছেন—সামরিক মহড়া আয়োজন ও ব্যাপক জনসমাবেশ করে শক্তি ও জনসমর্থন প্রদর্শনের চেষ্টা করছেন।

 গত সপ্তাহে দক্ষিণ আমেরিকার বিমান ভ্রমণের বড় অংশ পরিচালনাকারী ছয়টি এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)’র নিরাপত্তা সতর্কতার পর ভেনিজুয়েলায় ফ্লাইট স্থগিত করেছে।

এফএএ জানায়, ভেনিজুয়েলার ভেতরে বা আশপাশে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও বাড়তি সামরিক তৎপরতা এই সিদ্ধান্তের কারণ।

এই উত্তেজনা এখন ভেনিজুয়েলায় ও সেখান থেকে বিমান ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
১০