
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সরকারি সংশ্লিষ্ট মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শুক্রবার থাইল্যান্ডের সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, শুধুমাত্র সোংখলা প্রদেশেই শতাধিক মানুষ মারা গেছেন।
সিরিপং আংকাসাকুলকিয়াত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দক্ষিণ প্রদেশগুলোয় মোট মৃতের সংখ্যা ১৪৫ জন।’