পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস) : লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে শ্রীলংকা।

৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের টিকিট পায় শ্রীলংকানরা। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল আগেই নিশ্চিত করেছিল পাকিস্তান।

সিরিজের আরেক দল জিম্বাবুয়ে ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব থেকেই আসর শেষ করেছে।

গতরাতে রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দলকে ৩৬ বলে ৬৬ রান এনে দেন ওপেনার কামিল মিশারা ও কুশল মেন্ডিস।

২৩ বলে ৪০ রান করে মেন্ডিস ফিরলেও, টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ পান মিশারা। ১৭তম ওভারে আউট হওয়ার আগে ৪৮ বলে ৭৬ রান করেন মিশারা। ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।

শেষ দিকে জানিথ লিয়ানাগের ২৪ ও অধিনায়ক দাসুন শানাকার ১৭ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ ২ উইকেট নেন।

জবাবে ৪৩ রানে ৪ উইকেট পতনের পর পাকিস্তানকে লড়াইয়ে ফেরান মিডল অর্ডার ব্যাটাররা। পঞ্চম উইকেটে উসমান খানকে নিয়ে ৪২ বলে ৫৬ এবং ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নাওয়াজের সাথে ৩৬ বলে ৭০ রান যোগ করে পাকিস্তানের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন অধিনায়ক সালমান আগা।

উসমান খান ৩৩ ও মোহাম্মদ নাওয়াজ ২৭ রানে ফেরার পরও পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন সালমান।

শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার পড়ে পাকিস্তানের। কিন্তু শ্রীলংকান পেসার দুসমন্থ চামিরার করা শেষ ওভার থেকে ৩ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে ম্যাচ হারে স্বাগতিকরা।

৪টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন সালমান। ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শ্রীলংকার চামিরা।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান- শ্রীলংকা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০