জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) আজ শুক্রবার দুই জনকে গ্রেফতার করেছে। 

সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকার বসিলা রোড থেকে ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়। 

জমি বিক্রির নামে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এদের গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জের শিবালয় থানার কাজী আব্দুল খালেকের ছেলে মো. শাহীন কাজী (৪৪) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আব্দুল হোসেন মাতব্বরের ছেলে মো. সায়েদুল ইসলাম (৪১)।

প্রাথমিক তদন্তে সিআইডি জানায়, আসামিরা জমিজমা নিয়ে পরিচয় তৈরির মাধ্যমে ভুক্তভোগীর আস্থা অর্জন করে। 

পরে তারা শ্রীপুর এলাকায় ২২ বিঘা জমি বিক্রি করতে পারবে বলে দাবি করে এবং সেই লক্ষ্যে জমির বায়না করার জন্য ভুক্তভোগীকে প্রলুব্ধ করে। 

এরপর দলিলপত্র তৈরি, ভূমি অফিসে যোগাযোগ, রেজিস্ট্রি প্রস্তু—এমন নানা অজুহাতে তারা বাদীর কাছ থেকে ০৬ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ১ কোটি ৩০ লাখ টাকা সংগ্রহ করে। 

এরপর তারা ভুক্তভোগীকে ২৬ মে জমি রেজিস্ট্রি করা হবে বলে জানায়। 

কিন্তু ওই দিন সকাল থেকেই প্রতারকদের ফোন বন্ধ পাওয়ায় ভুক্তভোগী নিশ্চিত হন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ ঘটনার পর ভুক্তভোগী দারুস সালাম থানায় মামলা দায়ের করেন। 

মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি ব্যাংক লেনদেন যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে উক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, ৪টি সিম, ১টি প্রাইভেটকার ও নগদ ৪৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

সিআইডি’র তদন্তে দেখা যায়, আসামিরা পরিকল্পিতভাবে বায়নানামার কথা বলে অর্থ গ্রহণ করলেও জমিটি তাদের মালিকানায় ছিল না।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। 

আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

মামলার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন এবং চক্রের অন্যান্য সদস্য ও সহযোগীদের শনাক্তের জন্য মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০