
পিরোজপুর, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলার সদর উপজেলার টোনা ইউনিয়নের চল্লিশা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র ১নং যুগ্ম-আহবায়ক এলিজা জামান।
এ সময় তিনি চল্লিশা বাজারের ব্যবসায়ী ও ক্রেতা, পথচারীসহ স্থানীয়দের হাতে লিফলেট তুলে দেন। তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করেন।
এ সময় কদমতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, যুগ্ম আহবায়ক শাজাহান শেখ প্রমুখ সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।