বাসস
  ২১ নভেম্বর ২০২৩, ১৪:১৩

‘স্টেপ টু হিউম্যানিটি’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক দেলোয়ার জাহিদ

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৩ (বাসস) : কানাডা প্রবাসী সাংবাদিক ও শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদকে কানাডাভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘দ্য স্টেপ টু হিউম্যানিটি’ অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন। 
২০১৬ সালে প্রতিষ্ঠিত এসটিএইচএ কানাডার একটি নিবন্ধিত দাতব্য সংস্থা। মানবতার প্রতি অবিচল প্রতিশ্রুতিশীল থেকে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর হয়ে এই সংস্থা কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। 
সাংবাদিক দেলোয়ার জাহিদের এই নিয়োগে এশিয়া ও আফ্রিকা জুড়ে দারিদ্র্য সংকটের প্রতিক্রিয়া, স্বাস্থ্যসেবা অ্যাক্সেস, বিশুদ্ধ পানি পান নিশ্চিতের উদ্যোগ এবং বেকার নারী ও যুবকদের ক্ষমতায়নের বিষয়ে সংস্থার অটল প্রতিশ্রুতির উপর গুরুত্বারোপ করা হয়েছে।
কানাডায় বাংলাদেশী কমিউনিটির জন্য মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ তাদের যেকোন সংকটে নিজেকে নিয়োজিত রেখে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থানকে তুলে ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ জনপ্রিয় একটি নাম।
দেলোয়ার জাহিদ একসময় কুমিল্লা প্রেসক্লাব এবং কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। আশির দশকে বাংলা পত্রিকা ‘সমাজকন্ঠ’র সম্পাদক হিসাবে তার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন শুরু করেন। 
সাংবাদিকতা, শিক্ষাবিদ এবং মানবাধিকার কর্মকা-ে জাহিদের বৈচিত্র্যময় পটভূমি তাকে সমাজে বিরাজমান বৈষম্য ও অবিচারের সমালোচনামূলক সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান দিয়ে সজ্জিত করে। তিনি ধারাবাহিকভাবে দারিদ্র্য বিমোচন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অ্যাক্সেস এবং সাংস্কৃতিক, খেলাধুলামূলক এবং বুদ্ধিবৃত্তিক সাধনাসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপের মাধ্যমে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রচারের সাথে সম্পর্কিত কারণগুলোতে সাফল্য অর্জন করেছেন।
স্টেপ টু হিউম্যানিটি এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নির্বাহী পরিচালক’ হিসাবে দেলোয়ার জাহিদের নিয়োগ তার দক্ষতা আমাদের মিশনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, এবং আমরা এশিয়া এবং আফ্রিকায় আমাদের কাজ চালিয়ে যেতে সহায়ক হবে। তাকে নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। 
সংস্থার অপর এক কর্মকর্তা মাসুদ রানা বলেন,জাহিদের নেতৃত্ব নিঃসন্দেহে স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের আরও বৃদ্ধি এবং সাফল্যে অবদান রাখবে কারণ, এটি অভাবীদের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে চেষ্টা করে।
এই নিয়োগটি এসটিএইচএ-এর জন্য একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় এবং সংস্থাটি দেলোয়ার জাহিদের দক্ষ নেতৃত্বে তার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ।