শিরোনাম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৩ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা হাবিবকে রাজধানীর পল্লবী থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৬৯) পাবনা জেলার ইশ্বরদী থানার মৃত হামিদুল হক মন্ডলের পুত্র।
আজ সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি (মিডিয়া) ও সিনিয়র সহকারি পরিচালক শিহাব করিম বাসসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানী পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, ইতোপূর্বে হাইকোর্ট এবং এর বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত ১৫ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ হাবিবুর রহমানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। ব্যাখ্যা জানাতে তাকে ৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও ধার্য তারিখে তিনি বা তার পক্ষে কোনো প্রতিনিধি আদালতে হাজির হয়নি।
এরআগে বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশ সত্বেও হাজির না হওয়ায়, তাকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে পুলিশ মহাপরিদর্শক (আইজপি)কে নির্দেশ দেন হাইকোর্ট।
র্যাব সূত্র জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটারা থানার একটি নাশকতায় মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
তাকে আজ সকালে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এক কর্মকর্তা।